সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৭০ পয়েন্ট।
এসময় ডিএসইএক্স সূচক ৪২৭৭ পয়েন্টে দাড়িয়েছে। ডিএসই ৩০ সূচক বেড়েছে ৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৮৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার।
এক ঘন্টা শেষে লেনদেন হয় মোট ২৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ১৮৭ টির কমে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির।
চট্টগ্রামের বাজার লেনদেন হওয়া ১৬০ টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১১ টির কমেছে ৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ার।