পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল)পাওনা শোধ করেছে। রোববার একটি পে-অর্ডারের মাধ্যমে ব্যাংকের পাওনা টাকা শোধ করা হয় বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
উল্লেখ,রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)ওয়েবসাইটে খবর প্রকাশিত হয়েছিল-প্রতিষ্ঠানটির কাছে পাওনা ঋণ আদায়ে বিডিবিএল আদালতের শরনাপন্ন হচ্ছে। ব্যাংকের বরাত দিয়ে সংবাদে বলা হয়,১৯৯৪ সালে তৎকালীন শিল্প ব্যাংক বেক্সিমকো ট্ক্সোইলকে ১৮ কোটি টাকা ঋণ দিয়েছিল।বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ৩ কোটি ৫৭ লাখ টাকা পাওনা রয়েছে। বেক্সিমকো টেক্সটাইল ইতোমধ্যে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।
বেক্সিমকোর পক্ষে পিআর প্রতিষ্ঠান ইমপেক্ট পিআর জানিয়েছে, রোববার তার গ্রাহক ব্যাংকটির পাওনা শোধ করে দিয়েছে। আর এর মধ্য দিয়ে ভুল বোঝাবুঝির মাধ্যমে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে।