ডিএসইতে লেনদেন বাড়লেও সূচকে মিশ্রাবস্থা

dse
dseআঠারো দলের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। এদিন ঢাকার বাজারে মোট লেনদেন হয়েছে ৪৯৮ কোটি ৪২ লাখ টাকার। যা গত কার্যদিবসের তুলনায় ২৪ কোটি টাকা বেশি। এদিন সূচকে ছিল মিশ্রাবস্থা।  ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়লেও কমেছে ডিএসই ৩০ সূচক।

দিন শেষে ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৪৪ পয়েন্টে। ডিএসই ৩০ সূচক কমেছে ১৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১ টি, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

অন্যদিকে, রোববার কারিগরি সমস্যার কারণে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে সাড়ে দশটার পরিবর্তে ১১ টায়। লেনদেন শেষ হয়েছে ৩ টায়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন নির্ধারিত সময়ে শুরু হয়। দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসই সার্বিক সূচক ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩০৪২ পয়েন্টে। লেনদেন হওয়া মোট ২১৫ টি কোম্পানির শেযার। এর মধ্যে দর বেড়েছে ৮২ টির,  কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টি কোম্পানির শেয়ার।

এমআরবি/