ইস্টার্ন কেবলসের মুনাফা কমেছে

Eastern_Cablesesপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইস্টার্ন কেবলসের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এ সময় পর্যন্ত কোম্পানির মুনাফা হয়েছে ৪১ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস)  হয়েছে ১৭ পয়সা । গত বছর একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ৭০ লাখ টাকা ইপিএস ছিল ২৯ পয়সা।

 

এমআরবি/