লজিষ্টিক কনফারেন্সে যোগ দিতে চীনে গেলেন ডিএসই’র সভাপতি

DSC_Presidentদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটু চীনে লজিষ্টিক কনফারেন্সে যোগ দেওয়ার জন্য ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার তিনি দেশটির উদ্দেশ্যে রওয়ানা দেন। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিসিআইএম ইকোনমিক করিডোর কানেক্টেভিটি ফোরামের এটি ১২তম সম্মেলন।

চায়না কুনমিং ওপেনিং-এশিয়া ট্টান্সপোর্টেশন লজিষ্টিক রিসার্চ ইন্সটিটিউট এর আমন্ত্রনে ডিএসই সভাপতি চীনে যান। চীনের ফুজিয়ান প্রদেশে আট থেকে ১০ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে ১০ নভেম্বর ডিএসই সভাপতি ইনোভেটিভ ফিন্যান্সিয়াল প্রোডাক্টস ফর দ্যা কন্সট্টাকশন অফ ইকোনমিক করিডোরস বিসিআইএম প্রোভাইডিং ফিন্যান্সিয়াল সাপোর্টের ‌উপর বক্তব্য দেবেন।

জিইউ