পাঁচ কোম্পানির পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হল-পাওয়ার গ্রিড, ঢাকা ডাইং, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর ক্যামিকেলস এবং ইর্স্টাণ লুব্রিকেন্টস।
এর মধ্যে কোহিনুর ক্যামিকেলস, ওরিয়ন ইনফিউশন এবং ঢাকা ডাইংয়র বৈঠক অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর যথাক্রমে বিকাল ৪ টা,  ৫ টা এবং সন্ধ্যা ৬ টায়।জ্বালানি ও শক্তি খাতের পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের বৈঠক ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টায়।

ইর্স্টাণ লুব্রিকেন্টসের বৈঠক ১২ নভেম্বর বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে এবং লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

 

এমআরবি/