
অ্যাপোলো ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এ ড্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান দীন মোহাম্মদ ও ব্যবস্থাপনা পরিচালক আনসার আলী।বুয়েটের একটি টিম এ ড্র অনুষ্ঠান পরিচালনা করে।
চারটি ক্যাটাগরিতে এই কোম্পানির শেয়ার ভাগ করে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয় ৩ লাখ শেয়ার, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের জন্য ১ লাখ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের জন্য ৫০ হাজার এবং মিউচ্যুয়াল ফান্ডের বিনিযোগকারীদের জন্য ৫০ হাজার শেয়ার। তবে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের আবেদন পড়েছিলো ৯২ হাজার ৬৯০ শেয়ার। কোম্পানির পক্ষ থেকে জানানো হয় ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের বাকী শেয়ার পূরণ করা হবে যারা বেশি লট করেছে তাদের মধ্য থেকে।
চারটি ক্যাটাগরিতে এই কোম্পানির শেয়ার ভাগ করে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয় ৩ লাখ শেয়ার, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ১ লাখ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের জন্য ৫০ হাজার এবং মিউচ্যুয়াল ফান্ডের বিনিযোগকারীদের জন্য ৫০ হাজার শেয়ার। তবে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের আবেদন পড়েছিলো ৯২ হাজার ৬৯০ শেয়ার। কোম্পানির পক্ষ থেকে জানানো হয় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বাকী শেয়ার পূরণ করা হবে যারা বেশি লট করেছে তাদের মধ্য থেকে।
উল্লেখ্য,গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানটি আইপিওতে আবেদন গ্রহণ করে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ১৯ অক্টোবর পর্যন্ত।
আইপিও থেকে সংগৃহীত টাকা কোম্পানির ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও প্রক্রিয়ার জন্য ব্যয় করবে। ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ২ টাকা ৩৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ২২ টাকা ৫৯ পয়সা।
ড্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, কোম্পানি সচিব ও নির্বাহী পরিচালক শেখ আবুল হাসান, মহা-ব্যবস্থাপক হাসান এস. হান্নানসহ উর্ধতন কর্মকতারা। আরো উপস্থিত ছিলেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মশিউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের লিস্টিং অ্যাফেয়ার্স নির্বাহী মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিনিয়র অফিসার মো. আলী রাগিব, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার কাজী মিনহাজ উদ্দিন।
ফলাফল জানতে ক্লিক করুন
ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী