
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বধুবার পুঁজিাবাজার সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ১২৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৫৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এক ঘন্টা শেষে ডিএস৩০ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪৪৪ পয়েন্টে। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৯০ লাখ ৪৫ হাজার টাকার।
এ সময় পর্যন্ত লেনদেন হয় মোট ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ১২৫টির, কমে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।
অন্যদিকে সিএসই সার্বিক সূচক এক ঘন্টা শেষে ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬৮২ পয়েন্টে। লেনদেন হয় ১২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ৬২ টির কমে ৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির।
এমআরবি/