ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে

dse

dseসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। বেলা সাড়ে সাড়ে ১১টায় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৩৬ পয়েন্ট।

এক ঘণ্টা শেষে ডিএসইএক্স সূচক ৪ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচব ১২ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টি কমেছে ৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।

সিএসইতে লেনদেন হওয়া মোট ১৪৪ টি কোম্পানির শেযার। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির,  কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টি কোম্পানির শেয়ার।

এমআরবি/