সূচক ও লেনদেন উভয় বেড়েছে

Stock_Up
Stock_Upসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়েছে। ঢাকার বাজারে লেনদেন হওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক তিন হাজার ৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে এক হাজার ৪১১ পয়েন্টে। এ বাজারে ৩৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ঢাকার বাজারে মোট ২৮৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয় । এর মধ্যে দর বেড়েছে ১৭২ টির, দর কমেছে ৮৮ টির। দর অপরিবর্তিত রয়েছে ২৪ টি কোম্পানির শেয়ারের।

এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৯ পয়েন্ট বেড়েছে । সিএসইতে এ দিন  মোট ২০৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বাড়ে ৯২ টির, কমে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির।

এমআরবি/