
মেয়াদের শেষ প্রান্তে এসে পুঁজিবাজার নিয়ে হঠাৎ আগ্রহী হয়ে উঠেছে সরকার। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা আর নিজেদের সাফল্যগাঁথা প্রচারের কৌশল নির্ধারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সঙ্গে জরুরী বৈঠকে বসছেন অর্থমন্ত্রী। আজ বুধবার বিকাল পাঁচটায় অর্থমন্ত্রণালয় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানিয়েছে, সরকার তাদের বিভিন্ন সাফল্য প্রচারের মাধ্যমে পুঁজিবাজার কেলেঙ্কারির ব্যর্থতা ঢাকতে চায়। এর মধ্যে রয়েছে বিএসইসি পুনর্গঠন, পুঁজিবাজার সংক্রান্ত বেশ কিছু আইন সংশোধন, বিশেষ করে আইপিও, রাইট ইস্যু, বুক বিল্ডিং সংক্রান্ত আইন সংশোধন, মূলধন বৃদ্ধির নীতিমালা, বিএসইসিকে শক্তিশালী করা ইত্যাদি। পুঁজিবাজারে ৯শ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলকেও বড় সাফল্য হিসাবে দেখাতে চায়।
জানা গেছে, কথিত সাফল্য প্রচারের জন্য ইতোমধ্যে বিএসইসিকে নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রণালয়। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এসব সাফল্য তুলে ধরতে বলা হয়েছে। এ বিষয়ে কতদূর অগ্রগতি হয়েছে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের কাছে তাও জানতে চাইবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।