বিকালে অর্থমন্ত্রীর সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

Muhit Khairul

Muhit_Khairulমেয়াদের শেষ প্রান্তে এসে পুঁজিবাজার নিয়ে হঠাৎ আগ্রহী হয়ে উঠেছে সরকার। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা আর নিজেদের সাফল্যগাঁথা প্রচারের কৌশল নির্ধারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সঙ্গে জরুরী বৈঠকে বসছেন অর্থমন্ত্রী। আজ বুধবার বিকাল পাঁচটায় অর্থমন্ত্রণালয় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।এর মধ্যে বাজারের বর্তমান পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম প্রাধান্য পেতে পারে। এছাড়া স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়ার অগ্রগতি, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পূর্বাপর অবস্থা, পুঁজিবাজার ধসের কারণ খুঁজতে গঠিত ইব্রাহীম খালেদের তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি আলোচনায় আসবে।

সূত্র আরও জানিয়েছে, সরকার তাদের বিভিন্ন সাফল্য প্রচারের মাধ্যমে পুঁজিবাজার কেলেঙ্কারির ব্যর্থতা ঢাকতে চায়। এর মধ্যে রয়েছে বিএসইসি পুনর্গঠন, পুঁজিবাজার সংক্রান্ত বেশ কিছু আইন সংশোধন, বিশেষ করে আইপিও, রাইট ইস্যু, বুক বিল্ডিং সংক্রান্ত আইন সংশোধন, মূলধন বৃদ্ধির নীতিমালা, বিএসইসিকে শক্তিশালী করা ইত্যাদি। পুঁজিবাজারে ৯শ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলকেও বড় সাফল্য হিসাবে দেখাতে চায়।

জানা গেছে, কথিত সাফল্য প্রচারের জন্য ইতোমধ্যে বিএসইসিকে নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রণালয়। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এসব সাফল্য তুলে ধরতে বলা হয়েছে। এ বিষয়ে কতদূর অগ্রগতি হয়েছে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেনের কাছে তাও জানতে চাইবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।