
রানার গ্রপের কর্মকর্তা-কর্মচারিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের আয়েশা মেমোরিয়াল স্পেসালাইজড হাসপাতালের সাথে একটি দ্বি-পাক্ষিক চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। সোমবার রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান এবং আয়েশা মেমোরিয়ালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এবং প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দসহ আয়েশা মেমোরিয়ালের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি সই অনুষ্ঠানে হাফিজুর রহমান খান বলেন, এই চুক্তির আওতায় রানার গ্রুপের কর্মকর্তা-কর্মচারি আয়েশা মেমোরিয়ালে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে। এর পাশাপাশি রানার গ্রুপের পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের একটি নির্দিষ্ট অংশ বহন করা হবে।