দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬

  • Musanna Sakib
  • October 15, 2021
  • Comments Off on দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কমলেও মৃত্যু কিছুটা বেড়েছে ।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯৬  জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৪৬৬, ৫১৮, ৪৮১, ৪১৫, ৬৪৫, ৬৬৩, ৭০৩ ও ৬৯৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ৬১ হাজার ২৪৫ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৩৯৬ জন

মোট আক্রান্তের সংখ্যা: ১৫৬৪৮৮১ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ৯ জনের

মোট মৃত্যু হয়েছে: ২৭৭৪৬ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৫২৩ জন

মোট সুস্থ হয়েছেন: ১৫২৬৮৯১ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। গত ১০ আগস্ট ও ৫ আগস্ট দেশে করোনায় মারা যান ২৬৪ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

আগের সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৭, ১৭, ১৪, ২০, ৭, ১২, ২১ ও ২৩ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৪৬ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২৩ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ।

অর্থসূচক/এমএস