মহেশ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের অভিযান শুরু

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মহেশ খালের অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছিরের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এ সময় মেয়র বলেন, নগরীর খালগুলো বিলুপ্তি হয়ে যাওয়া, অবৈধ ভাবে খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জেলে পাড়া ডা. কামিনী সড়ক এলাকা থেকে শুরু হয়ে এই অভিযান ফইল্যাতলী বাজার এলাকা পর্যন্ত চলবে। পরবর্তীতে খালের শাখা গয়নার ছড়ার অবৈধ দখলদারদেরকে উচ্ছেদের জন্য চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, নগরীর খালগুলো উদ্ধারের পরিকল্পনা নিয়ে ডিজিটাল সার্ভে পরিচালনা করা হচ্ছে। তাছাড়া আরএস খতিয়ান মূলে বিলুপ্ত বা ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধারেও কার্যক্রম শুরু করা হবে। তবে জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদের প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া এ কার্যক্রমে প্রায় ১ হাজার স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

মেয়র জানান, ধারাবাহিক ভাবে এ কার্যক্রম চলতে থাকবে।

মেয়র এ সময় স্থানীয় এলাকাবাসীকে উচ্ছেদ অভিযান পরিচালনায় সার্বিক সহায়তা প্রদানের আহবান জানান।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম, সিটি ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিনা খানম, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দেবু/টি