
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর) আওতায় পথ শিশু ও কর্মজীবী শিশু কিশোরদের শিক্ষা, কারিগরি শিক্ষা, আর্থিক শিক্ষা এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনায় আর্থিক সহয়তা প্রদানে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে দেশের সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে জানানো হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ব্যাংক ও এনজিও লিংকেজের মাধ্যমে সামাজিক ও আর্থিক অধিকার বঞ্চিত পথ শিশু ও কর্মজীবী শিশু-কিশোরদের জন্য ব্যাংকিং সেবা প্রদান কার্যক্রম একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
ব্যাংকিং ও আর্থিক সেবার মাধ্যমে শিশু-কিশোরদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে এ কার্যক্রম যাতে আরও বেশি সম্পৃক্ত হতে পারে সে প্রেক্ষিতে পথ শিশু ও কর্মজীবী শিশু কিশোরদের শিক্ষা, কারিগরি শিক্ষা, আর্থিক শিক্ষা এবং ব্যাংক হিসাব খোলা ও পরিচালনা সংক্রান্ত ব্যয় সিএসআর কার্যক্রমের আওতায় নির্বাহ করার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, এ বিষয়ক ব্যয় কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্যও নির্দেশনা দেওয়া হলো। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
অর্থসূচক/মেহেদী/টি