নেইমারের বদলে বার্সায় কৌতিনহো

শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত স্প্যানিস জায়ান্ট বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে চলে গেছেন নেইমার। নেইমার যাওয়ার বার্সা পরে মাত্র একটি ম্যাচ খেলেছে। এর পরই শোনা যাচ্ছে নেইমারের শূন্যতা কাটাতে লিভারপুল ছেড়ে বার্সায় খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফিলিপ কৌতিনহো।

নেইমারের অভার পূরণ করার জন্যই লিভারপুল থেকে কৌতিনহোকে ১২ মিলিয়ন ইউরো বা এক হাজার একশ ৪২ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে বার্সা দলে ভিড়িয়েছে এই ব্রাজিলিয়ান এই তারকাকে।

বার্সার প্রধান নির্বাহী ওস্কার গ্রুর নেতৃত্বে গতকাল সোমবার রাতে একটি দল লিভারপুলে যায় আলোচনা চুড়ান্ত করতে।

দিনের শুরুতেই ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ইংলিশ ক্লাবটিকে বলেছিল যে তিনি বার্সায় যেতে চান।

গত মাসে বার্সা ৮০ মিলিয়ন ইউরো বা ৭৬০ কোটি টাকা দিয়ে কৌতিনহোকে নেওয়ার যে প্রস্তাবটি করেছিলো তা প্রত্যাখান করেছিলো লিভারপুল। তখন দলের ম্যানেজার জার্গেন ক্লোপ বলেছিল যে কৌতিনহোকে নিতে পারলে কাতালন ক্লাবটির অনেক শক্তি সঞ্চয় হবে।

অনেকেই মনে করছেন নেইমার এর জায়গায় কৌতিনহো আসায় দলটি আবার প্রাণ ফিরে পেয়েছে।

কয়েকদিন আগে, স্কটিশ ফুটবলার এবং ম্যানেজার জ্যামস সৌনেস স্কাই স্পোর্টসকে বলেছিলেন, আমি মনে করি না লিভারপুল তাকে ধরে রাখতে পারবেন। যেহেতু সে নিজেই লিভারপুল ছাড়তে চায়। এমন একটা দলের হয়ে তার খেলার যে সুযোগ সৃষ্টি হয়েছে, আমার মনে হয় না সে এটা হাত ছাড়া করতে পারে।

তিনি বলেন,শেষ পর্যন্ত সে যদি যেতে চায় সে অবশ্যই যেতে পারবে। যদিও সে চুক্তিবদ্ধ তারপরও একজন বড় খেলোয়ার হিসেবে সে তার পছন্দের পথে চলতে পারে।

এইচআর/টি