
দেশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের(আইএফসি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং আইএফসির দক্ষিণ এশিয়ার ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন গ্রুপের প্রধান অ্যারিয়েন ডি আইওরিও সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালযয়ে চুক্তিটি বিনিময় করেন।
আইএফসি এবং গোল্ডম্যান স্যাক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েচে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এটিই এই প্রথম। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের প্রেফারেন্সিয়াল হারে অর্থায়নের জন্য আইএফসি থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলার গ্রহণ করেছে।
অর্থসূচক/বিজ্ঞপ্তি/মুন্নাফ