
আপনি ভবিষ্যতে কী হতে চান? এই প্রশ্নের জবাব যদি হয়- আমি সাকিব,তামিমের ও মুশফিকের মতো বড় মাপের ক্রিকেটার হতে চাই। তাতে অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট দল দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ছাপ রেখে চলেছে। তাদের এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট প্রেমিদের মধ্যে ক্রিকেটার হওয়ার বাসনা জাগাতেই পারে।
আর আপনার বাসনা যদি হয় সত্য সত্যই একজন সফল ক্রিকেটার হওয়া। তবে চিন্তার কিছুই নেই। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিচ্ছে আপনার সেই স্বপ্নপূরনের সুযোগ।
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বিসিবির বয়সভিত্তিক প্রতিভা অন্বেষণ কর্মসূচি।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ কর্মসূছি চলবে পাচঁদিন ব্যাপী।এবারের তিনটি বয়সভিত্তিক খেলোয়াড় বাছাইয়ের প্রাথমিক ধাপ স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেবে প্রায় তিন হাজার প্রার্থী।
এবারের এ বাছাই কমসূচিতে রাজধানীর মোট ৮২ টি একাডেমি অংশ নেবে।গত বছর বাছাই কমসূছিতে অংশ নিয়েছিল ৬৯ টি একাডেমি।এক বছরেই একাডেমি বেড়েছে ১৩ টি। এছাড়া বিকেএসপিতো আছেই।
একাডেমির বাইরের খেলোয়াড়দের জন্যও একটা সুযোগ রেখেছে বিসিবি—যাদের স্বাস্থ্য পরীক্ষা হবে সবার শেষে, ১৩ আগস্ট।
অন্যদিকে বিসিবি সূত্রে জানা যায়, ঈদুল আজহার পর ঢাকার বাইরেও সারা দেশ ব্যাপী বয়স ভিত্তিক খেলোয়াড় বাছাই কর্মসূচি চলবে। গতবার দেশজুড়ে বিসিবির তিনটি বয়সভিত্তিক খেলোয়াড় বাছাইয়ে প্রাথমিক ধাপে অংশ নিয়েছিল প্রায় ৩০ হাজার। ধাপে ধাপে নানা প্রক্রিয়া পেরিয়ে বয়সভিত্তিক জাতীয় দলে (অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯) সুযোগ পেয়েছে ৮২ জন।
এইচআর/টি