বনের পশুকে বড়দিনের পুরস্কার

Christmas gift

আগামীকাল ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হবে ক্রিসমাস ডে বা বড়দিন। এ উপলক্ষ্যে প্রতিটি দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা নিয়েছে বিশেষ প্রস্তুতি। প্রিয় মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে বড়দিনের পুরস্কার। এবার বড়দিনের পুরস্কার পেয়েছে চিলির বনের পশুরাও। গত ২২ ডিসেম্বর ওই পশুদের কাছে পুরস্কার পৌঁছে দিয়েছে চিলির বুয়িন পার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

Christmas gift

Christmas gift2

Christmas gift3

Christmas gift4