

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ আজ বুধবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৬৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ২৩ টাকা ৮০ পয়সা দরে। এদিন কোম্পানির ২২ লাখ ৬ হাজার ৭১৫টি শেয়ার ১ হাজার ৫২৮ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৯ পয়সা বা ৭ দশমিক ২০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৮ টাকা ৩০ পয়সা দরে। আজ কোম্পানির ৩১ হাজার ৬৮৮টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ০২ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, লিবরা ইনফিউশনস, এসিআই ফরমুলেশনস, রংপুর ফাউন্ডারি, এএমসিএল প্রাণ, ওরিয়ন ইনফিউশনস এবং বিডি ল্যাম্পস।