
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সব রাজনৈতিক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সময় বেঁধে দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির মেয়র রাজধানীর সুরিটোলায় নিজের ও তার প্রয়াত পিতা মেয়র মোহাম্মদ হানিফের নাম-ছবি সংবলিত বিলবোর্ড অপসারণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।
এদিকে এই নির্দেশ বাস্তবায়নে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী বাধা দিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দলকে জানানো হবে বলেও জানান ঢাকা দক্ষিনের মেয়র।
এ ছাড়া তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন তিনি।
অপসারণ কার্যক্রমের শুরুতে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ডিএসসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের সময় বেঁধে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ডিএসসিসির পাঁচটি অঞ্চল থেকেই একযোগে এসব দৃষ্টিকটু বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই তা অপসারণ করা সম্ভব হবে।