

দেশের উভয় বাজারে আজ রোববার সূচকের মিশ্রধারায় চলছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ঘণ্টায় ৬৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪ কোটি টাকা লেনদেন হয়েছে।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টি কোম্পানির। আর দর কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪১ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।