টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

  • durul haque
  • December 11, 2015
  • Comments Off on টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

আসন্ন ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে ভক্তরা এ জেনে খুশি হতে পারেন যে, ২০১৬ সালে ভারতে হতে যাওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপে ১৯ মার্চ এইচপিসিএ’র ধর্মশালায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: জি নিউজ
টি-২০ বিশ্বকাপে ১৯ মার্চ এইচপিসিএ’র ধর্মশালায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ছবি: জি নিউজ

আগামী বছরের ১৯ মার্চ এইচপিসিএ’র ধর্মশালায় ভারত-পাকিস্তানের ওই মহারণ অনুষ্ঠিত হবে।

দল বাছাইয়ে আইসিসির ড্রতে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। এই গ্রুপে আরও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার ১।

দ্বিতীয় গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ২।

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।

আগামী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মুম্বাইসহ ভারতের মোট ৮টি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুই রাউন্ডে ১৬টি দল অংশ নিলেও চূড়ান্ত পর্বে ২ গ্রুপ হয়ে খেলবে মোট ১০টি দেশ।

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশসহ আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে প্রথম রাউন্ডে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী দুটি দল দ্বিতীয় রাউন্ড বা সুপার টেনে খেলার সুযোগ পাবে।
প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গে থাকছে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। আর গ্রুপ ‘বি’ তে লড়বে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান।

প্রসঙ্গত, ২০০৭ সালে, প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত। এরপর ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। তবে কোনো ধরনের ক্রিকেট বিশ্বকাপেই এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।