
আসন্ন ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে ভক্তরা এ জেনে খুশি হতে পারেন যে, ২০১৬ সালে ভারতে হতে যাওয়া আইসিসি টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আগামী বছরের ১৯ মার্চ এইচপিসিএ’র ধর্মশালায় ভারত-পাকিস্তানের ওই মহারণ অনুষ্ঠিত হবে।
দল বাছাইয়ে আইসিসির ড্রতে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। এই গ্রুপে আরও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কোয়ালিফায়ার ১।
দ্বিতীয় গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ২।
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।
আগামী ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মুম্বাইসহ ভারতের মোট ৮টি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুই রাউন্ডে ১৬টি দল অংশ নিলেও চূড়ান্ত পর্বে ২ গ্রুপ হয়ে খেলবে মোট ১০টি দেশ।
প্রসঙ্গত, ২০০৭ সালে, প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত। এরপর ২০০৯ সালের টি-২০ বিশ্বকাপের শিরোপা জেতে পাকিস্তান। তবে কোনো ধরনের ক্রিকেট বিশ্বকাপেই এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।