গেইনারের শীর্ষে কেয়া কসমেটিকস

keya cos
keya cos
কেয়া কসমেটিকস লোগো

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস মঙ্গলবার টপটেন গেইনারের শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৫ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫০ লাখ ১৪ হাজার ৬৪৮টি শেয়ার ২ হাজার ৮২৯ বারে লেনদেন হয়।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাশেম ড্রাইসেলস। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৬ টাকা ৯ পয়সা বা ৭ দশমিক ৬০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৯৭ টাকা ৭০ পয়সা দরে। আজ কোম্পানির ২১ লাখ ২ হাজার ৪৭৯টি শেয়ার ৩ হাজার ৯৪৪ বারে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা ৫ পয়সা বা ৭ দশমিক ৩৪ শতাংশ।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, ইবনে সিনা, তসরিফা ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল হেভি কেমিক্যালস, স্ট্যান্ডার্ড সিরামিক, জিকিউ বলপেন এবং দেশ গার্মেন্টস।

অর্থসূচক/এআরএস/