
গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা এবং উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা দিয়াড় এর।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভায় মুখলেসুর রহমান মুকুলকে আহ্বায়ক ও আনোয়ার হক কে এই সংস্থার সদস্যসচিব নির্বাচিত করা হয়। মেসবাহুর রহমান খসরু ও আবুল কালাম আজাদকে যুগ্ম আহ্বায়ক এবং জাহাঙ্গীর সেলিম, ইফ্ফাত আরা নার্গিস, সুজাতুল আলম কল্লোল, শাহরিয়ার মাহমুদ প্রিন্স, তহুর আহমেদ, রাশিদ পলাশ, আবদুল আওয়াল গণি জোহা ও জয়নুল আবেদীন জনীকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ : অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, রফিকুন নবী, অধ্যাপক এলতাস উদ্দিন, অধ্যাপক ডা. লিয়াকত আলী (ভিসি, বিইউএইচএস), মেসবাহ্ কামাল (অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক আলপ্তগীন তুষার (বিভাগীয় প্রধান-চারুকলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ফজলুল হক (অতিরিক্ত সচিব), এ এইচ এম আবদুল্লাহ (অতিরিক্ত সচিব), জিল্লার রহমান (ঢাকা বিভাগীয় কমিশনার), সৈয়দ নুরুল ইসলাম (উপ-পুলিশ কমিশনার, ওয়ারি বিভাগ, ডিএমপি), সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড- (চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক), কৃষিবিদ গোলাম মোস্তফা, মতিউর রহমান (সাবেক ব্যাংক কর্মকর্তা), সাব্বির আহমদ (সাংবাদিক-গবেষক), শাহাবুদ্দিন নাগরী (শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিত্ব), জহুরুল আলম টুলু (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) প্রমুখ।
এছাড়াও ১০১ সদস্যের জাতীয় কমিটি ও ৫১ সদস্যের পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আসছে মধ্য জানুয়ারিতে প্রথম জাতীয় গম্ভীরা উৎসব-২০১৬ এবং মধ্য নভেম্বরে প্রথম জাতীয় আলকাপ উৎসব-২০১৬ অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তি/