
বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসারস্ এসোসিয়েশনের (বিআইপিপিএ) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিট পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খান।

গতকাল সোমবার সন্ধ্যায় এসোসিয়েশনের কার্যালয়ে বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যদের সরাসরি ভোটে পরবর্তী ২ বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়। বিআইপিপিএ এর ভাইস প্রেসিডেন্টের তিনটি পদে নির্বাচিত হয়েছেন কে.এম. রেজাউল হাসনাত, ফিরোজ আলম এবং গোলাম রাব্বানী চৌধুরী। পরিচালক পদের জন্য ৭ জনকে নির্বাচিত করা হয়েছে।
দেশের ৩৪টি বেসরকারি বিদ্যুৎ প্রকল্পের (আইপিপি) উদ্যোক্তাদের সমন্বয়ে গত জুনে বিআইপিপিএ গঠন করা হয়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ডিগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা শেষে ১৫ বছর অর্থনৈতিক খাতে কাজ করেন বিআইপিপি প্রেসডেন্ট মোহাম্মদ লতিফ খান। প্রুডেন্টশিয়াল ইন্স্যুরেন্স অব আমেরিকা, ওয়েলস্ ফারগো ব্যাংক ইন ক্যালিফোর্নিয়ার মত খ্যাতনামা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৭ সালে দেশে ফিরে সামিট গ্রুপে পরিচালক হিসেবে হিসেবে যোগ দেন তিনি।