বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো আরও একটি যুদ্ধজাহাজ

BNS Shodru Obhijanসমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে আরও একটি যুদ্ধজাহাজ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া জাহাজটির নাম বিএনএস সমুদ্র অভিযান।

শনিবার বেলা সোয়া ১২টায় চট্টগ্রাম নৌ ঘাঁটিতে জাহাজটি আনুষ্ঠানিক গ্রহণ করেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব।

নৌবাহিনীর সূত্রে জানা গেছে, ১১৫ মিটার দীর্ঘ এবং ১৩ মিটার প্রস্থের যুদ্ধজাহাজটি নৌবাহিনীর বহরের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধজাহাজ। ঘণ্টায় ২৯ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম জাহাজটিতে হেলিকপ্টার অবতরণের সুবিধাও আছে। ইতোমধ্যে জাহাজটি পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে নৌবাহিনীর ২১ জন অফিসার এবং ১৫৭ জন নাবিক।

নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবিব বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত ৫ মে সেটি বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া হয়।

‘আজকে জাহাজটির আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে গত ১১ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে।

উল্লেখ, ‘বিএনএস সমুদ্র অভিযান’ নামে এ যুদ্ধজাহাজটি ১৯৬৮ সালের ১৬ নভেম্বর মার্কিন কোস্টগার্ডের বহরে যুক্ত হয়েছিল। তখন এর নাম ছিল ‘কার্টার রাশ’।