

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার সীমান্তে এ ঘটনা ঘটে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অমূল্য চন্দ্র বর্মণ হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মহেশ চন্দ্র বর্মণের ছেলে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতক্ষদর্শীরা জানায়, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলার সীমান্তে ৬-৭ জনের গরু চোরাচালানি একটি দল সীমান্তের তাঁরকাটা কাটার সময় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে অমূল্য চন্দ্র বর্মণ ঘটনাস্থলে মারা যান।
বজলুর রহমান হায়াতী জানান, এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়।