মুছে যাওয়া ছবি মেমোরি কার্ডে ফিরিয়ে আনতে

  • Uttam protick
  • September 3, 2015
  • Comments Off on মুছে যাওয়া ছবি মেমোরি কার্ডে ফিরিয়ে আনতে

বেশ মন খারাপ সেঁজুতির।দিনকয়েক আগে সমাবর্তন অনুষ্ঠানের অনেক ঘটনাই ফ্রেম বন্দী করেছিলেন তার মুঠোফোনে। আজ ঘুম থেকে ওঠার পর ছবিগুলো আর খুঁজে পাচ্ছেন না। কীভাবে যেন ছবিগুলো মুছে গেছে মেমোরি কার্ড থেকে। সেঁজুতির মতো এধরনের বিড়ম্বনার শিকার অনেকেই।

এই বিপত্তির হাত থেকে বাঁচতে একটি সহজ এবং কার্যকর পদ্ধতি তুলে ধরছে অর্থসূচক-

আপনি যদি দেখেন আপনার প্রয়োজনীয় কোন ছবি মুছে গেছে, তাহলে ওই মেমোরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না।

মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।

ইন্সটল হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে। সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।windows 1

এরপর আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন।windows 2

এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। সাধারণত এখানে JPEG ফরমেটে থাকা ছবিগুলোই কেবল দেখানো হবে। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে ‘Switch to advanced mode’ বাটনে ক্লিক করুন। সেখান থেকে প্রয়োজনীয় ফরমেটগুলো সিলেক্ট করুন।windows 3

আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে ‘Recover’ বাটনে ক্লিক করুন এবং কোথায় সেভ করবেন তা দেখান।windows 4

ছবি মুছে গেলেও আর মন খারাপের কি আছে!

ইউএম/