
রোমিং গ্রাহকদের জন্য কম মূল্যে এসএমএস সেবা দেয়ার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন লিমিটেড। এই নতুন সেবার মাধ্যমে গ্রামীণফোনের রোমিং গ্রাহকরা বিদেশ থেকে বাংলাদেশের যেকোন মোবাইল নম্বরে মাত্র ২ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এসএমএস পাঠাতে পারবেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোনের পক্ষে থেকে জানানো হয়, আজ বৃহস্পতিবার থেকে সাশ্রয়ী রেটে এ সেবা চালু হবে।
বিজ্ঞপ্তিতে জনানো হয়, রোমিং গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ ৫টি সাশ্রয়ী এসএমএস পাঠাতে পারবেন। একই সাথে সাধারণ এসএমএস সেবাও আগের মতোই চালু থাকবে। এই এসএমএস পাঠাতে গ্রাহকদের প্রথমে একটি কোড নম্বর (*১১১*৫*৯#) ডায়াল করতে হবে, এরপর ১ মিনিট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফোন নম্বর লিখে (- দিয়ে পৃথক রাখতে হবে) ১৪০ অক্ষরের বার্তা লিখতে হবে।
গ্রাহকদের জন্য সুলভে দুশ্চিন্তাহীন রোমিং সেবা নিশ্চিত করতে গ্রামীণফোন নতুন ও উদ্ভাবনী এই সেবা চালু করেছে। আগামীতে এধরণের আরো নতুন নতুন উদ্ভাবনী সেবা গ্রাহকদের জন্য নিয়ে আসার কথাও জানানো হয়।