
ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস আজ তাদের ফনিক্স ১২৫ বাইকটি নতুন রূপে বাজারে এনেছে। এ মোটরসাইকেলটি ২টি মডেলে পাওয়া যাচ্ছে। ডিস্ক ব্রেকের দাম ধরা হয়েছে ৫৭,৪২২ রুপি এবং ড্রাম ব্রেকের দাম ৫৪, ৮১৯ রুপি। ২০১২ সালের অক্টোবরে প্রথমবারের মতো ফনিক্স ১২৫ বাইকটি বাজারে আনে টিভিএস।

এক বিবৃতিতে কোম্পনিটি এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, নতুন মডেলটির ইঞ্জিনের কনফিগারেশন ঠিক রেখে শুধু ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। গ্রাফিক্সেও আনা হয়েছে পরিবর্তন। সামনের চাকায় ডিক্স ব্রেক, লেইডি পাইলট হেড ল্যাম্প এবং ফুয়েল ট্যাংকের আকার নতুন ভাবে তৈরি করা হয়েছে। বাইকটিতে ভেইকেল লোকেটরও আছে।
বাইকটিতে থাকছে এনথ্রাস্ট ইঞ্জিন। এটার ক্ষমতা ১০.৯ বিএইচপি এবং টর্ক ১০.৮এএম।
৬টি রঙে পাওয়া যাবে বাইকটি। ব্ল্যাক শেডের ৩টি মডেল, রেড শেডের ২ এবং বাকিটি সাদা শেডের।
প্রতি লিটার জ্বালানিতে ৬৭ কিলোমিটার পথ চলবে বাইকটি।
চেন্নাইভিত্তিক কোম্পানিটির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কে এন রাধাকৃষ্ণান বলেন, টিভিএস ফনিক্স ১২৫কে আমরা পরবর্তী স্তরে নিয়েছি।
বিবৃতিতে কোম্পানিটি আরও জানিয়েছে, চলতি বছর টিভিএস তাদের জনপ্রিয় বাইক টিভিএস ভিক্টর পুনরায় আনছে এছাড়া কোম্পানিটি একটি প্রিমিয়াম বাইকও আনছে।
২০১৩ সালের এপ্রিলে বিডএমডব্লিউ এবং টিভিএসে চুক্তির পর প্রথমবারের মতো তারা প্রিমিয়াম বাইক আনছে।
হোন্ডা, শাইন, বাজাজ অটো’স ডিসকভার ১২৫ সিসি, হিরো গ্ল্যামার ১২৫ সিসি এবং সুপার স্পিলিন্ডারের সঙ্গে বাজার দখলে লড়াইয়ে থাকবে টিভিএস ফনিক্স ১২৫।
সূত্র: অটোকারইন্ডিয়া, আইবিএন লাইভ ও বিজনেস স্ট্যান্ডার্ড