
স্মার্টফোন এবং ট্যাবলেট ডিভাইসের জন্য সান ফ্রান্সিসকোভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান গ্লু মোবিল ২০১৪ সালের জুনে মার্কিন মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানকে নিয়ে ‘কিম কার্দাশিয়ান: হলিউড’ নামের গেম বাজারে ছাড়ে।

এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি মার্কিন ডলার আয় করছে গেমটি। এই সাফল্য ধরে রাখতে মরিয়া গ্লু। এবার তারা গেমস বানাচ্ছে মার্কিন পপ স্টার ব্রিটনি স্পেয়ার্সকে নিয়ে।
ইতোমধ্যে তারা স্পিয়ার্সকে নিয়ে মোবাইল গেম বানাতে তার সঙ্গে ৮ বছরের চুক্তি করেছে । ২০১৬ সালের জুনের মধ্যে গেমটি বাজারে আসবে।
গ্লুর প্রধান নির্বাহী নিকোলো ডি মাসি বলেন, এক দশকের বেশি সময় ধরে ব্রিটনি তুমুল জনপ্রিয়। তার শুরুর দিককার গৌরব এবং লাস ভেগাসে প্রত্যাবর্তনের বিষয়গুলো মাথায় রেখে এই গেম বানানো হবে। শুধু উন্নত দেশেই নয় পৃথিবীর সব প্রান্তে তার ব্রান্ড ভ্যালু আছে। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রচুর অনুসারী আছেন।
তিনি বলেন, তাকে সাথে নিয়ে আমরা নতুন গ্রাহক ধরতে চাই,যাদের আগে কখনো গেমিং অনুভূতি নেই।
ব্রিটনিকে নিয়ে গেম তৈরির কথা ঘোষণার পর চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট গ্লু মোবিলের ১৪.৬% শেয়ার কিনতে ১২ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করেছে।
এর আগে গ্লু চলতি বছরের ফেব্রুয়ারিতে জানিয়েছিল, বছরের শেষদিকে কেটি পেরিকে নিয়ে নতুন গেম বানাতে চুক্তি করতে যাচ্ছে।
প্রসঙ্গত, কার্দাশিয়ানকে নিয়ে নির্মিত গেম ‘কিম কার্দাশিয়ান: হলিউড’ গেমটির একমাত্র মিশনই হচ্ছে কার্দাশিয়ানের অ্যাভাটার তৈরি করে তারকাদের সঙ্গে সামাজিক যোগাযোগ রাখা, দামি কাপড় পরা এবং বিভিন্ন ফটোশুটে অংশগ্রহণ করা।
বিনামূল্যের ওই গেমটিতে গেমারদের কার্দাশিয়ানের অ্যাভাটার তৈরি করে সেটিকে দ্রুত ই (E) লিস্ট থেকে এ (A) লিস্টে নিয়ে আসতে হয়। গেম বিনামূল্যের হলেও গেমারদের অ্যাভাটার সাজাতে ভার্চুয়াল কাপড়, হেয়ারস্টাইল এবং এনার্জি বুস্ট কিনতে অর্থ খরচ করতে হয়।
অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মের এই গেমটি গত বছরই ৭৪.৩ মিলিয়ন এবং চলতি বছরের ১ম প্রান্তিকে ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান