কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমেছে: জাতিসংঘ

  • Uttam protick
  • April 30, 2015
  • Comments Off on কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমেছে: জাতিসংঘ

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের ৫ কোটি ৩০ লাখ গৃহকর্মীর ৮৩ শতাংশ নারী। এছাড়া ১৯৯০ থেকে ২০১৩ পর্যন্ত বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

গ্রাফিক্স
গ্রাফিক্স

১৯৯৫ সালে বেইজিং এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত কর্মপরিকল্পনার (বেইজিং পিএফএ) বাস্তবায়ন গত ২০ বছরে কতটুকু হয়েছে তা পর্যালোচনা করে ‘প্রগেস অব দ্য ওয়ার্ল্ড’স ওম্যান’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ থেকে ২০১৩ পর্যন্ত কর্মক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নারী অংশগ্রহণ ৩৫% থেকে কমে দাঁড়িয়েছে ৩০% এ। বিশ্বজুড়ে এটি ৫২ শতাংশ থেকে কমে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।

একইসঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নারী-পুরুষের বেতম বৈষম্যও বেড়েছে। যেখানে সারাবিশ্বে পুরুষদের তুলনায় নারীর বেতন ২৪ শতাংশ কম, সেখানে এই অঞ্চলের নারীরা পুরুষের তুলনায় ৩৩ শতাংশ কম বেতন পান।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের ৬৩ শতাংশেরও বেশি নারী করণিকের মতো পদে কাজ করেন। আর ৫৫ শতাংশ নারী পণ্য বিক্রয়ের কাজের সঙ্গে জড়িত। মাত্র ৩৩ শতাংশ নারী ব্যবস্থাপনাগত পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া বিশ্বের ৩৯ শতাংশ নারী শ্রমিক তাদের ৬ বছরের কম বয়সী সন্তানের দেখভালের দায়িত্বে নিয়োজিত থাকেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ শতাংশ ভারতীয় নারীর নিজের নামে কোনো মূল্যবান সম্পদ নেই। এক্ষেত্রে পুরুষেদের সংখ্যা ৩০%।

এ সম্পর্কে ইউএন ওমেন এর আন্ডার সেক্রেটারি জেনারেল এবং নির্বাহী পরিচালক ফুমজিল মালাম্বো-ন্যাককুকা লিখেছেন, নারীদের পিছিয়ে রাখে এ ধরনের ছোট বা বড় সামাজিক মূল্যবোধ বা নিয়মকানুন বদলে আমাদের সক্রিয় হতে হবে।