
গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএসের জন্য তৈরি অ্যাপ উইন্ডোজ ফোনেও ব্যবহার করা যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্পোরেশন।
বুধবার সান ফ্রান্সিসকোতে মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলনে কোম্পানির অপারেটিং সিস্টেম প্রধান একথা বলেছেন।

এর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানিটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে কৌশলগত ক্ষেত্রে এক আমূল পরিবর্তন আনল। মাইক্রোসফট
বর্তমানে পিসির বাজারে একচ্ছত্র আধিপত্য ধরে রাখলেও স্মার্টফোনের অ্যাপ্লিকেশন বাজারে গুগল বা অ্যাপল থেকে পিছিয়ে রয়েছে। তাই প্রতিষ্ঠানটি এই বাজার দখল করতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে।
ব্যবহারকারী কম হওয়ায় অনেক ডেভেলপার উইন্ডোজ ফোনের জন্য ভালো অ্যাপ বানাতে চায় না। আর এই ফাঁদ থেকে বের হতে পারছে না কোম্পানিটি। এ থেকে বের হতে এই পরিবর্তনকে আপাতত সমাধান হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ড টেরি মেয়রসন বলেন, এখন থেকে ডেভেলপাররা অ্যান্ড্রয়েড কোড ব্যবহার করে উইন্ডোজ-সামঞ্জস্যপূর্ণ অ্যাপ বানাতে পারবে। যা একটি বিশেষ সাব-সিস্টেম হিসেবে উইন্ডোজ ফোনে কাজ করবে।
এই অ্যাপ মাইক্রোসফট অনলাইন অ্যাপ স্টোর থেকে পাওয়া যাবে।
তবে এ বিষয়ে গুগল ও অ্যাপল আপাতত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বাজার গবেষকদের মতে, গতবছর নকিয়ার ফোন বিভাগ মাইক্রোসফট কিনে নিলেও বিশ্ব স্মার্টফোন বাজারের মাত্র ৩ শতাংশ তাদের দখলে। অন্যদিকে স্মার্টফোনের বাজারের ৮১ শতাংশ দখল স্যামসাংয়ের এবং অ্যাপলের দখলে ১৫ শতাংশ।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে উইন্ডোজ ৮-এর পরবর্তী সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০-এর ঘোষণা দেয় বিশ্বের বৃহৎ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট।
উইন্ডোজ ১০ সংস্করণটি মোবাইল ফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেম কনসোলসহ বিভিন্ন ধরনের পণ্যেই চলবে। একটি একক অ্যাপ্লিকেশন স্টোর থেকে উইন্ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশন কিনতে পাওয়া যাবে। আগামী ২-৩ বছরে বিশ্বের ১০০ কোটি মানুষকে উইন্ডোজ ১০ ব্যবহার করবে বলে মাইক্রোসফট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সূত্র: রয়টার্স