

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা করছেন, চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হার ৭ শতাংশের কাছাকাছি হবে ।
আজ বুধবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে ইকোনোমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ)সদস্যদের সঙ্গে বাজেট পূর্ব আলোচনা অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিএনপির টানা অবরোধ-হরতালে অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আশা করছি, এটা আমরা উদ্ধার করতে পারব। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হার ৭ শতাংশের কাছাকাছি হবে ।
এসময় আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার এর চেয়ে দশমিক ২ থেকে ৩ শতাংশ বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।
আলোচনায় সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বাদল, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমূখ অংশ নেন।
অর্থমন্ত্রী অনুষ্ঠানে জানান, আগামী বাজেটে বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে বেশি বরাদ্দ অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনে বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগবান্ধব রাজনৈতিক পরিবেশ, ব্যবসায়ীদের আস্থা অর্জন ও পরিবেশ সমুন্নত রাখা, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনা, ব্যাংকিং খাত সংস্কার, আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করা, কালো টাকার বিষয়ে ষ্পষ্ট ধারণা দেওয়ার পরামর্শ দেন ইআরএফ নেতারা।