জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে, আশা অর্থমন্ত্রীর

  • Uttam protick
  • April 29, 2015
  • Comments Off on জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি হবে, আশা অর্থমন্ত্রীর
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (ফাইল ছবি)

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা করছেন, চলতি ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হার ৭ শতাংশের কাছাকাছি হবে ।

আজ বুধবার বিকেলে অর্থমন্ত্রণালয়ে ইকোনোমিক রিপোর্টার ফোরামের (ইআরএফ)সদস্যদের সঙ্গে বাজেট পূর্ব আলোচনা অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বিএনপির টানা অবরোধ-হরতালে অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আশা করছি, এটা আমরা উদ্ধার করতে পারব। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হার ৭ শতাংশের কাছাকাছি হবে ।

এসময় আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধির হার এর চেয়ে দশমিক ২ থেকে ৩ শতাংশ বাড়িয়ে লক্ষ্যমাত্রা ধরার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি।

আলোচনায় সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বাদল, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমূখ অংশ নেন।

অর্থমন্ত্রী অনুষ্ঠানে জানান,  আগামী বাজেটে বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে বেশি বরাদ্দ অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনে বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগবান্ধব রাজনৈতিক পরিবেশ, ব্যবসায়ীদের আস্থা অর্জন ও পরিবেশ সমুন্নত রাখা, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, কর্পোরেট ট্যাক্স কমিয়ে আনা, ব্যাংকিং খাত সংস্কার, আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করা, কালো টাকার বিষয়ে ষ্পষ্ট ধারণা দেওয়ার পরামর্শ দেন ইআরএফ নেতারা।