কংগ্রেসের শীর্ষ পদ নেবেন না প্রিয়াঙ্কা

priyanka gandhi
priyanka gandhi
প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র বলেছেন, কংগ্রেসের শীর্ষ পদ নেওয়ার বিষয়ে তার সম্পর্কে ‘অনুমাননির্ভর’ ও ‘ভিত্তিহীন’ কথা প্রচার করা হচ্ছে। তিনি কংগ্রেসের শীর্ষ কোনো পদে বসছেন না। খবর এনডিটিভির

শুক্রবার এক বিবৃতিতে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কংগ্রেসের শীর্ষ পদ নিচ্ছি বলে ধারাবাহিকভাবে অনুমাননির্ভর কথা বলা হচ্ছে। এসব কথার আসলে কোনো ভিত্তি নেই, এগুলো অপপ্রচার।’

তিনি বলেন, ‘যারা এই অনুমাননির্ভর কথা ছড়াচ্ছেন, তারা যদি এ কাজ বন্ধ করেন তবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব।’

এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, রাজীব-সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা শিগগিরই কংগ্রেসের শীর্ষ পদে দায়িত্ব নিচ্ছেন।

ভারতে সর্বশেষ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির কাছে শোচনীয়ভাবে হেরে যায় সোনিয়া-রাহুল নেতৃত্বাধীন কংগ্রেস। মূলত এ প্রেক্ষাপটেই সোনিয়া তনয় রাহুলকে দলের সহ-সভাপতির দায়িত্ব থেকে সরানোর বিষয়টি সামনে চলে আসে।