রাজধানীর ২৩৬ বাজারে বসছে ফরমালিন টেস্ট বুথ

  • Emad Buppy
  • July 16, 2014
  • Comments Off on রাজধানীর ২৩৬ বাজারে বসছে ফরমালিন টেস্ট বুথ
fruits
ফরমালিন রোধে আগামী ৭/৮ দিনের মধ্যেই রাজধানীর ২৩৬টি বাজারে ফরমালিন টেস্টিং বুথ বা ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

fruits
বিভিন্ন রকমের ফল। ফাইল ছবি

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ‘বিষমুক্ত খাবার সাধারণ মানুষের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ফরমালিন টেস্টের কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পুলিশকে সহায়তা করবেন। তারা নামমাত্র মূল্যে এই সেবা প্রদান করবেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ফরমালিন টেস্টিং বুথ স্থাপনের আদেশ দিয়ে একটি রায় দেন হাইকোর্ট। ওই রায়ের আলোকেই মহানগর পুলিশ টেস্টিং বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

বেনজীর আহমেদ বলেন, দেশে ৩৮টি প্রতিষ্ঠান ফরমালডিহাইড আমদানি করে। বাংলাদেশে ফরমালডিহাইডের চাহিদা ৫০ টন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান আমদানি করছে ৬শ টনেরও বেশি। ফলে বিভিন্ন রোগের মাত্রা বাড়ছে।

এই ফরমালডিহাইড কোথায় ব্যবহার করছে? কি পরিমাণ ব্যবহার করছে? কাদের কাছে বিক্রি করছে তার সঠিক তথ্য পুলিশকে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ল্যান্ডপোর্ট ও এয়ারপোর্টে বিশেষ ফরমালডিহাইড চেকপোস্ট বসানো প্রয়োজন উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, বিদেশ থেকে আমদানি করা পণ্য ফরমালডিহাইডযুক্ত কি না তা পরীক্ষা করতে চেকপোস্ট বসানো দরকার।

বেনজীর বলেন, শুধু ফলে ও খাদ্যে ফরমালডিহাইড মেশানো নয়, দৈনন্দিন বিভিন্ন ক্ষেত্রে ক্যামিকেল ও কিটনাশক ব্যবহারে নির্দিষ্ট মাত্রা নিশ্চিত করতে একটি কার্যকরী অথোরিটি গঠন করা দরকার। যাতে এসব মারাত্বক রাসায়নিক পদার্থগুলো নিয়ন্ত্রণ করা যায়।

ফরমালিন আইনের খসড়া বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি।

সম্প্রতি ফরমালিনবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অভিযানের ফলে জনমনে হতাশা ও আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ফলে সরকারের পক্ষ থেকে এ অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে। কারন ১৩ হাজার টন আম ও ৩৫ হাজার টন লিচু ধ্বংস করা হয়েছিল, এটি আমাদের কৃতিত্ব নয়, কষ্টের বিষয়।

সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায়  আরও বক্তব্য রাখেন- দৈনিক ভোরের ডাক সম্পাদক কে.এম. বেলায়েত হোসেন, সংগঠনের কার্যকরী সভাপতি এ.টি.এম. মমতাজুল করিম, সহ-সভাপতি এইচ.এম. ইব্রাহিম, সাধারণ সম্পাদক সুজন দে প্রমুখ।

জেইউ/এমআই/ এমই