
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর জেলার সদর উপজেলার শিবরামপুর এলাকার সাইনবোর্ড নামক স্থানে বাস-ট্রাকের সাথে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২৫ জন।
বুধবার দুপুরে সাকুরা পরিবহনের বাস ও বালি ভর্তি ট্রাকের সংঘর্ষে এঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের ওবায়দুর রহমান ও বরগুনার উন্মানিয়া গ্রামের বজলুর রহমান।
পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ট্র্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মরত চিকিৎসক জানিয়েছে।
এমআইটি/সাকি