ডিএসই ব্রড ইনডেক্সে মতিন স্পিনিং

  • mukto rani
  • July 16, 2014
  • Comments Off on ডিএসই ব্রড ইনডেক্সে মতিন স্পিনিং
Matin Spinning Mills Limited-DSEX
Matin Spinning Mills Limited-DSEX
মতিন স্পিনিং ডিএসইএক্স সূচকে অর্ন্তভূক্ত হলো

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেডকে।  স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি) এর নিয়ম অনুসারে কোম্পানিটিকে প্রধান সূচকে অন্তভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ইনডেক্স কমিটি। ব্রড সূচকের আওতায় এই কোম্পানি কার্যকর হবে ২০ জুলাই, রোববার থেকে।  ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়,  কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন, পরিশোধিত মূলধন বাজারের মোট পরিশোধিত মূলধনের শতকরা প্রায় ১৯ ভাগ এবং ফ্রি ফ্লোট বাজার মূলধন সার্বিক  বাজার মূলধনের শতকরা প্রায় ৩৬ ভাগ। সিএসই ৩০ পিই রেশিও হল প্রায় ১৯ এবং মার্কেট পিই রেশিও প্রায় ১৫  বিবেচনায় নিয়ে সূচকটি সমন্বয় করা হয়েছে।।

২০১৩ সালের জানুয়ারিতে চালু হয় ডিএসইএক্স সূচক। প্রথমে ১৯৪ টি কোম্পানি নিয়ে শুরু করলেও পরে এই সূচকে কোম্পানির সংখ্যা দাঁড়ায় ২২৭ টি। আর মতিন স্পিনিং যোগ হলে কোম্পানির সংখ্যা দাঁড়াবে ২২৮ টি।

উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তিনটি কোম্পানি প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন শুরু করে। এর মধ্য থেকে মতিন স্পিনিংকে এই সূচকের জন্য নির্বাচন করা হয়।

মতিন স্পিনিং লেনদেন শুরু হয় ২০১৪ সালের ৮ এপ্রিল থেকে।

ওই সময় কোম্পানিটি লেনদেন শুরু করেছিল ৪২ টাকায়। আজ বুধবার কোম্পানিটির সর্বশেষ দর দাঁড়িয়েছে ৪০ টাকা।

এছাড়া তৃতীয় প্রন্তিকে (জানুয়ারি,১৪-মার্চ,১৪) কোম্পানিটি মুনাফা করেছে ৯ কোটি ৭৮ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় করেছে ১ ৪৭ পয়সা।  আগের বছর একই সময় ছিল ২ কোটি ৯৫ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৪৫ পয়সা।

অর্থসূচক/এসএ/এমআরবি/