ঝিনাইদহে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

  • Emad Buppy
  • July 16, 2014
  • Comments Off on ঝিনাইদহে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
jhenaidah

ঝিনাইদহে মঙ্গলবার বিকেলে পুকুরে ও খালে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ফারহা (৬) ও ছেলে সাইমুন (৪) এবং গান্না ইউনিয়নের শঙ্করপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে রাব্বি (৬)।

jhenaidah
ঝিনাইদহ- ফাইল ছবি

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, দুপুরে ফারহা ও সাইমুন বাড়ির পাশে খেলার একপর্যায়ে বাড়ির পাশে ঝাপড় খালে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখা না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। বিকেলে খালের পানিতে ফারহার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তা উদ্ধার করে। একই স্থান থেকে ডুবন্ত অবস্থায় সাইমুনের মরদেহ উদ্ধার করা হয়।

শঙ্করপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে রাব্বি বিকেলে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।