

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামি ১৯ জুলাই, শনিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
বৈঠকে কোম্পানির ৩১ মার্চ ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে বৈঠক থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য আসতে পারে লভ্যাংশ ঘোষণা।
উল্লেখ্য, সমাপ্ত বছরের নয় মাসে (এপ্রিল১৩-ডিসেম্বর১৩) এই কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৯ পয়সা।
২০১৩ সমাপ্ত বছরে এই কোম্পানি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। একই বছরে কোম্পানির ইিএস হয়েছিল ২ টাকা ০১ পয়সা।
১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানিটির মূল্য আয় অনুপাত রয়েছে ৩৭ দশমিক ৭৭ ।
অর্থসূচক/এমআরবি/