ব্যস্ততা নেই বঙ্গবাজারে

BongoBazar 5
BongoBazar 5রাজধানীর বঙ্গবাজারে এখন আর ব্যস্ততা নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানিয়েছেন, রোজার শুরুতেই পাইকারি বিক্রি শেষ হয়েছে। এখন আসছেন কিছু খুচরা ক্রেতা। মঙ্গলবার দুপুরে বঙ্গবাজার ঘুরে সেখানকার চিত্র তুলে এনেছেন খালেদুল কবির নয়ন।