

প্রিমিয়াম থাকায় প্রথম দিনে কোন চমক ছাড়াই লেনদেন শেষ হয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের। মঙ্গলবার লেনদেন চালু হওয়া কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬ দশমিক ৪০ শতাংশ। এদিকে কোম্পানিটি দিন শেষে গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।
বিনিয়োগকারীরা বলছেন, প্রিমিয়ামের কারণে এই শেয়ারের প্রতি আগ্রহ নেই। তবে এই কোম্পানি ভবিষ্যতে ভালো কিছু দেখাতে পারলে এই শেয়ার কেনার আগ্রহ তৈরি হবে।
বিশ্লেষকরা বলছেন,এর আগে প্রথম দিন লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের প্রতি বিনিোগকারীদের ঝোঁক অনেক বেশি দেখা যায়। শেয়ার দরও বেড়ে যায় অনেক বেশি। মাত্র কয়েকদিন আগে লেনদেন শুরু হয়েছে ফার কেমিক্যালের। প্রথম দিনে শেয়ারটির ৪১৯ শতাংশ দর বেড়েছিল। অবশ্য এই শেয়ারে কোন প্রিমিয়াম ছিল না।
বিশ্লেষণে দেখা যায়, প্রথম দিনে মাত্র ১১ টাকা দর বেড়েছে শেয়ারটির। ৩৫ টাকা দরে লেনদেন শুরু হয় শেয়ারটির। এক পর্যায়ে দর বেড়ে ৩৯ টাকায় ওঠে। তবে সর্বশেষ লেনদেন হয় ৩৬ টাকা ৬০ পয়সায়। শেয়ারটির লেনদেন বন্ধ হয় ৩৬ টাকা ৫০ পয়সায়।
মঙ্গলবার ৫৬ লাখ ৬৮ হাজার ৬০০ শেয়ার ২৫ হাজার ৪৯৩ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ২০ কোটি ৭৩ লাখ টাকা। আজ লেনদেন শেষে এই শেয়ারের মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়ায় ১০ দশমিক ৭৮। যা সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী ছিল ১৮ দশমিক ৩৪।
৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে এই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১২৬ কোটি ৮০ লাখ টাকা। এদিকে বাজার মূলধন রয়েছে ৩১৬ কোটি ৯৯ লাখ টাকা।
কোম্পানির মোট ১২ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৭৫ দশমিক ৭১ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিোগকারীদের হাতে রয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৭৫ শতাংশ।
অর্থসূচক/এমআরবি/