গেস্ট কার্ড না দেওয়ায় রাবির ছাত্রী হলে ভাংচুর

  • Emad Buppy
  • July 15, 2014
  • Comments Off on গেস্ট কার্ড না দেওয়ায় রাবির ছাত্রী হলে ভাংচুর
ru

দুর্ব্যবহার, আবাসন কার্ড না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেছা হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও ভাংচুর করেছেন ছাত্রীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে হলে বিক্ষোভ শেষে ভাংচুর চালায় তারা।

ru
রাজশাহী বিশ্ববিদ্যালয়- ফাইল ছবি

ছাত্রীরা জানান, আবাসন সঙ্কটের কারণে হলের গণরুমে থাকতে হয়। রহমতুন্নেছা হলের গণরুমে ১৫০টি সিটে বর্তমানে ১২০ জন ছাত্রী রয়েছেন। গণরুমে থাকা ছাত্রীদের গেস্ট কার্ড দেওয়ার কথা থাকলেও এখনও অনেকেই তা পাইনি। জ্যেষ্ঠতার ভিত্তিতে গেস্ট কার্ড দেওয়ার কথা থাকলেও প্রাধ্যক্ষ নিজের পছন্দমতো ছাত্রীদের গেস্ট কার্ড ও সিট বরাদ্দ দিয়েছেন।

ছাত্রীরা অভিযোগ করেন, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক সাবরিনা নাজ হল প্রাধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন অব্যবস্থাপনা চলছে। প্রাধ্যক্ষ হল অফিসে অনিয়মিত। হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও হলের কর্মকর্তাদের কাছে সমস্যার বিষয়ে জানালে তারা ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন।

গেস্ট কার্ড না থাকায় সোমবার দুপুরে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী কিসমত জাহানকে হল ত্যাগ করার নির্দেশে দেন প্রাধ্যক্ষ সাবরিনা নাজ। হল ত্যাগের নির্দেশ এবং তার সঙ্গে দুর্ব্যবহার করায় ছাত্রীরা হয়ে হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি হলে ছিলেন না।

কিসমত জাহান জানান, দীর্ঘদিন ধরে হলে আছি। একবছর আগে গেস্ট কার্ডের জন্য আবেদন করেছি এখনও গেস্ট কার্ড পাইনি।

গেস্ট কার্ডের আবেদন করা ছাত্রীরা আবাসন সংক্রান্ত হয়রানি দূর করার দাবিতে মঙ্গলবার সকালে হলের আবাসিক শিক্ষিকদের কক্ষের সামনে জড়ো হয়। হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কক্ষের দরজা বন্ধ করে দেন।

প্রায় একঘণ্টা অপেক্ষার পরও প্রাধ্যক্ষ সাবরিনা নাজ হলে না আসায় ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে আবাসিক শিক্ষিকাদের কক্ষের দরজা-জানালা ভাংচুর করেন।

দুপুরে ছাত্রীরা মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে হল প্রাধ্যক্ষ সাবরিনা নাজের সঙ্গে দেখা করেন। হল প্রাধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ছাত্রীদের হলে নিয়ে যান।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবরিনা নাজ বলেন, গেস্ট কার্ড না থাকায় ওই ছাত্রীকে বের হয়ে যেতে বলা হয়েছে। আবেদন করলেও গেস্ট কার্ড না দেওয়ার ব্যাপারে তিনি বলেন, সবাইকে তো গেস্ট কার্ড দেওয়া যায় না। এ ব্যাপারে হল প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত।

রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে আবেদন করা সব ছাত্রীকে গেস্ট কার্ড দিতে হবে। হল প্রশাসন এবং ছাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

এমই/