
ভারতের আগরতলায় স্থানীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

বন্দরের ব্যবসায়ী সূত্র জানায়, ভারতের আগরতলায় স্থানীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ওই দেশের ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকায় আখাউড়া স্থলবন্দরে মালবাহী ট্রাক আটকা পড়েছে। তবে আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বন্দরের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।