সৌদিতে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগী

  • syed baker
  • July 14, 2014
  • Comments Off on সৌদিতে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস রোগী
saudi aids
saudi aids
সৌদিতে এইডস রোগীর সংখ্যা প্রায় ১৫ হাজার। (ছবি-এমিরেটস২৪৭.কম)

সৌদি আরবে আশঙ্কাজনক হারে বাড়ছে মরণব্যাধি এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা।

সৌদি চ্যারিটি অ্যাসোসিয়েশন ফর এইডসের বরাত দিয়ে সোমবার এক খবরে আরব নিউজ জানিয়েছে, চলতি বছর সংস্থাটি ৬৩০ জন এইডসের রোগীর নাম নিবন্ধন করেছে, যা গত বছরের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। নতুন রোগীদের বেশিরভাগই পুরুষ।

সংস্থাটি জানিয়েছে, তাদের কাছে মোট ২৫০০ এইডস আক্রান্ত রোগীর নাম লিপিবদ্ধ আছে, যারা নিজেদের পরিবারের সাথে বসবাস করছেন।

সংস্থাটির পরিচালক মুসা হিয়াজা জানান, সৌদি আরবে এইডস রোগীর সংখ্যা প্রতি বছর গড়ে ১৭ শতাংশ হারে বাড়ছে।

মুসা বলেন, সৌদিতে এই পর্যন্ত ৯০ জন এইডস রোগের জীবাণু এইচআইভিতে আক্রান্ত শিশুর জন্ম হয়েছে।

তিনি জানান, সৌদি চ্যারিটি অ্যাসোসিয়েশন এইডস রোগীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সাহায্য দেয়।

মুসা আরও জানান, গত পাঁচ বছরে ১৩০ এইচআইভি রোগীর বিয়ের ব্যবস্থাও করেছে সংস্থাটি।