মেসি গোল্ডেন বলের যোগ্য নয়: ম্যারাডোনা

Diego-Maradona
Diego-Maradona
ম্যারাডোনা ও মেসি

ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বল লিওনেল মেসির প্রাপ্য নয় বলে মনে করেন ‘ফুটবল ঈশ্বর’ দিয়াগো ম্যারাডোনা।

ম্যারাডোনা এক টিভি অনুষ্ঠানে বলেন, ‘মেসি গোল্ডেন বলের যোগ্য নয়, শুধুমাত্র বাণিজ্যিক কারণেই তাকে এটা দেওয়া হয়েছে।’

ফিফা কর্মকর্তাদের মতে, ২৪ বছর পরে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত টেনে নিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে লিউনেল মেসি। আর তাই তার হাতে তুলে দেওয়া হয়েছে গোল্ডেন বল।

ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয় প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘ফাইনালে হেরে যাওয়ায় অনেক কষ্ট লাগছে। মারিও গোটশের গোলটা খুব দুঃখজনক। আর্জেন্টিনার পেনাল্টি পর্যন্ত যাওয়া উচিত ছিলো। আর্জেন্টিনার রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগে জার্মানি গোল পেয়েছে।’

 উল্লেখ্য, বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় করে জার্মানি।

এসএম/ এমই