
ঈদের পর অহিংস আন্দোলন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার স্বপক্ষের প্রজন্ম আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ও প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি একথা জানান।
কোনো সহিংস আন্দোলন বরদাশত করা হবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গে তুলে মির্জা আব্বাস বলেন, ঈদের পর আন্দোলন হবে। আর তা হবে অহিংস। এ অহিংস আন্দোলনে যদি সরকার বাধা দেয় তাহলে জনগণ সমুচিত জবাব দিবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে, আমরা সেই ভাষায় কথা বলতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে।
বিএনপির এই নেতা বলেন, সরকারের নির্যাতনের কারণে যারা পঙ্গুত্ব বরণ করেছে, তারা যদি বিপথে যায় তাহলে তার দায়িত্ব শেখ হাসিনাকেই নিতে হবে। আপনি যদি দেশে শান্তি চান, তাহলে নিজেকে শান্তিপূর্ণ রাখুন।
শেখ হাসিনাকে উদ্দেশে তিনি আরও বলেন, আমরা বলি আন্দোলন করবো, আপনি বলেন দেখে নিব। এটা গণতন্ত্রের কথা হতে পারে না।
ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও প্রকাশিত বইয়ের সম্পাদক তারেকুজ্জামানের সভাপতিত্বে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ছাত্র বিষায়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবীবুর রশিদ হাবীব প্রমুখ।
জেইউ/এমআই