ইতিবাচক ধারায় চলছে লেনদেন

dse index
dse index
সূচক ঊর্ধ্বমুখী

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ইতিবাচক ধারায় লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয় সোমবার। দেড় ঘণ্টা লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ২৩ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা বারোটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৭০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। এই সময়ে মোট লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬৭ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৬ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬০৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৭০ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

অর্থসূচক/এমআরবি/