‘আইটিতে মিলিয়ন ডলার আয় সম্ভব’

  • Emad Buppy
  • July 14, 2014
  • Comments Off on ‘আইটিতে মিলিয়ন ডলার আয় সম্ভব’
Besis

দেশের তথ্য প্রযুক্তিখাত থেকে মিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ অসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি শামীম আহসান। সেই লক্ষ্যে বেসিস কাজ করছে বলে জানান তিনি।

Besis
বেসিসের অনুষ্ঠানে যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ও অন্যান্য অতিথিরা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিসের নব নির্বাচিত পর্ষদের কাছে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বেসিস সভাপতি বলেন, বাংলাদেশের তথ্য প্রযুক্তিখাত এগিয়ে যাচ্ছে। এই খাতের বিভিন্ন সামগ্রির রপ্তানি বাড়ছে। দেশের প্রযুক্তিখাতকে আরও সমৃদ্ধশালী করতে ইতোমধ্যে আড়াই লাখ তরুণকে বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনশক্তিতে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, আগামী এক বছরে ই-কমার্স ব্যবসা ও প্রযুক্তিখাতে ১ মিয়িলন ডলার রপ্তানি ও লোকাল পর্যায়ে ১ মিলিয়ন ডলারের ব্যবসা সম্প্রসারণ করা হবে। সেই লক্ষ্যে অন্তত ১০ লাখ তরুণ ও তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এটা করতে পারলে প্রযুক্তিখাতে দেশের স্বপ্নপূরণ সহজ হবে বলে মনে করেন তিনি।

তথ্য সচিব নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে দেশে ৫ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। এই ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বানানোর প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে হাইটেক পার্ক নির্মাণের কাজ এগিয়ে চলছে। সরকারের পরিকল্পনা রয়েছে জেলা পর্যায়ে হাইটেক পার্ক স্থাপন করা। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রযুক্তিখাত আরও সমৃদ্ধশালী হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এতে বিশেষ অথিতি ছিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

এমই/